উদ্যোক্তা নিয়োজন/নিযুক্তি বিজ্ঞপ্তি
ফেনীসদর, ছাগলনাইয়া ডাকঘরের স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিসে-এ উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য ১ জন নারী এবং ১ জন পুরুষ অস্থায়ী ভিত্তিতে নিযুক্ত/নিয়োজনের লক্ষ্যে [ ফেনীসদর এবং ছাগলনাইয়া ] বসবাসরত নাগরিকগণের নিকট হতে অনলাইনে আবদেন আহবান করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ ২রা মে ২০২৪ দিবাগত রাত ১১:৫৯।
উদ্যোক্তা নিয়োজন/নিযুক্তি আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন
http://bdpost.eksheba.gov.bd/login
www.sadar.feni.gov.bd
www.chhagalnaiya.feni.giv.bd
www.doict.sadar.feni.gov.bd
অথবা উপজেলা আইসিটি অফিসে ও উপজেলা ডাকঘর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS