Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ফেনী সদর, ফেনী এর নাগরিক সনদ বা সেবা প্রদান প্রতিশ্রুতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ফেনী সদর, ফেনী।

website: sadar.feni.gov.bd

 

নাগরিক সনদ বা সেবা প্রদান প্রতিশ্রুতি

ভিশন

মিশন

উদ্দেশ্য

দক্ষ,স্বচ্ছ, দায়বদ্ধ, জনবান্ধব মাঠপ্রশাসন।

স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিতকরণের মাধ্যমে সর্বোত্তম নাগরিক সেবা প্রদান। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনসেবা প্রদান।

১. সেবা প্রাপ্তি সহজিকরণ

২. সেবা প্রাপ্তি সুলভ করা

৩. জনবলের সক্ষমতা বাড়ানো

৪. সেবা পদ্ধতিতে স্বচ্ছতা আনয়ন

৫. সেবা প্রদানকারী দপ্তরের জবাবদিহিতা বৃদ্ধি করা

৬. সেবাগ্রহীতার সময়,খরচ ও ভ্রমণ কমানো

৭. প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির জন্য প্রশিক্ষিত জনবলের সক্ষমতা বৃদ্ধি।

 

ক্রমঃ নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময়(ঘন্টা/দিন/

মাস)

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফর্ম  প্রাপ্তির স্থান


সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা(কর্মকর্তার পদবী, রুম নম্বর , বাংলাদেশের কোড, জেলা ও উপজেলা কোডসহ টেলিফোন/মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস

উর্দ্ধতন কর্মকর্তার পদবী, রুম নম্বর বাংলাদেশের কোড, জেলা ও উপজেলা কোডসহ টেলিফোন/মোবাইল নম্বর, ই-মেইল এড্রেস

০১

প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন খরচ প্রদান

৩ (তিন) কার্যদিবস

উপজেলা নির্বাহী অফিসার/গার্ড অব অনার প্রদানকারী কর্মকর্তা একটি স্থানীয়ভাবে তৈরী/ছাপানো ফাঁকা আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় টাকা সঙ্গে নিয়ে যাবেন (Blank Application Form)

স্থানীয়ভাবে প্রণীত আবেদন ফরম উপজেলা নির্বাহী অফিস থেকে সংগ্রহ করতে হবে

বিনামূল্যে


উপজেলা নির্বাহী অফিসার,

ফেনী সদর, ফেনী

+৮৮০১৭১৩-১৮৭৩১৪

unofeni @mopa.gov.bd



জেলা প্রশাসক, ফেনী

+৮৮০১৭১৩-১৮৭৩০০

dcfeni@mopa.gov.bd


০২

জন্ম-নিবন্ধন সংশোধনের আবেদনরেজিস্ট্রার জেনারেলএর বরাবরে অগ্রগামীকরণ

সেবার নাম বদল হবে

৩(তিন) কার্যদিবস

জন্ম-নিবন্ধন সংশোধনের নির্ধারিত আবেদন ফরম


সংশ্লিষ্ট পৌরসভা/ইউনিয়ন ডিজিটাল সেন্টার

বিনামূল্যে

০৩

সাধারণ অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি (গণশুনানী

১০ (দশ) কার্যদিবস

অভিযোগের স্বপক্ষে প্রমাণপত্র

সাধারণ কাগজে অভিযোগ বিবরণী

বিনামূল্যে

০৪

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী চাহিত তথ্য সরবরাহ

২০ (বিশ) কার্যদিবস

তথ্য অধিকার বিধিমালায় নির্ধারিত ফরমে লিখিত বা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়/তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট

তথ্য অধিকার আইন/০৯ অনুযায়ী নির্ধারিত ফি

০৫

বয়স্ক ভাতা কার্যক্রম

০১(এক) কার্যদিবস

উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রাপ্ত নথি

উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, ফেনী সদর

বিনামূল্যে

০৬

বীর মু্ক্তিযোদ্ধার সম্মানী ভাতা প্রদান

০১(এক) কার্যদিবস

উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রাপ্ত নথি

উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, ফেনী সদর

বিনামূল্যে

০৭

বিধবা ও স্বামীপরিত্যাক্তা দুঃস্থ মহিলা ভাতা, প্রতিবন্ধি ভাতা এবং প্রতিবন্ধি শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত চেক স্বাক্ষরকরণ

০১(এক) কার্যদিবস

উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রাপ্ত নথি

উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, ফেনী সদর

বিনামূল্যে

০৮

জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বেসরকারী গ্রন্থাগারসমূহে বই প্রাপ্তির আবেদনে সুপারিশ প্রদান

২ (দুই) কার্যদিবস



জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে সরবরাহকৃত আবেদন ফরম

জাতীয় গ্রন্থকেন্দ্র

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ৫/সি বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-১০০০।

e-mail:granthakendro.org@gmail.com

Web:www.nbc.org.bd

বিনামূল্যে

০৯

জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বেসরকারী গ্রন্থাগারসমূহের বরাদ্দকৃত বই গ্রহণ

বিষয়ে সুপারিশ প্রদান

১ (এক) কার্যদিবস

জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে সরবরাহকৃত আবেদন ফরম

জাতীয় গ্রন্থকেন্দ্র

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ৫/সি বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা-১০০০।

e-mail:granthakendro.org@gmail.com

Web:www.nbc.org.bd

বিনামূল্যে

১০

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রদত্ত অনুদানের চেক ব্যক্তির অনুকূলে বিতরণ

০৭(সাত) কার্যদিবস

জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি (কোন আবেদনের প্রয়োজন নেই)

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ফ্রি

১১

ধর্ম মন্ত্রণালয় হতে মসজিদ/মন্দিরের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ বিতরণ

০৭(সাত) কার্যদিবস

সশ্লিষ্ট মসজিদ/মন্দির কমিটির সভাপতি/সেক্রেটারীর জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি (কোন আবেদনের প্রয়োজন নেই)

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ফ্রি

১২

মহামান্য রাষ্ট্রপতির স্বেচ্ছাধীন তহবিল হতে প্রাপ্ত চেক বিতরণ

০৭(সাত) কার্যদিবস

অনুদানপ্রাপ্ত তালিকাভূক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি (কোন আবেদনের প্রয়োজন নেই)

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ফ্রি

১৩

হাট-বাজারের চান্দিনা ভিটির প্রস্তাব জেলা প্রশাসক বরাবরে  প্রেরণ

০৩(তিন) কার্যদিবস

উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত চান্দিনা ভিটির মিস কেস

১। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ০১ কপি সত্যায়িত ফটোকপি

২। ট্রেড লাইসেন্স ফটোকপি-০১ কপি

৩। অনুমোদিত পেরিফেরি নকশা।

৪। ট্রেস ম্যাপ

উপজেলা ভূমি অফিস

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ফ্রি

১৪

এনজিও কার্যক্রম সম্পৃক্ত প্রত্যয়ন

১০ (দশ) কার্যদিবস

এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক প্রণীত নির্ধারিত ফর্মে আবেদন

এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো

প্রধানমন্ত্রীর কার্যালয়

মাইসা ভবন (৯ম তলা), ১৩ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী , রমনা, ঢাকা-১০০০

e-mail:naffairsb@yahoo.com,

Web:www.ngoab.gov.bd

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ফ্রি

১৫

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রাপ্তির  আবেদন অগ্রগামীকরণ

০২ (দুই) কার্যদিবস

সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত অনুদান ফরম

ভবন ৬(১১) তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০

e-mail:ap@mocagov.bd,

Web: www.moca.gov.bd

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ফ্রি

১৬

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ

০২(দুই) কার্যদিবস

১। স্কুলের প্যাডে প্রধান শিক্ষক/শিক্ষিকার আবেদন

২। পূর্ববর্তী কমিটি গঠন ও মেয়াদের কাগজের সত্যায়িত কপি


বিনামূল্যে

১৭

শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির অভিভাক সদস্য মনোনয়ন

০২(দুই) কার্যদিবস

১। স্কুলের প্যাডে আবেদন

২। প্রস্তাবিত ৩ জন অভিভাবকের নামের তালিকা দাখিল


বিনামূল্যে

১৮

জে এস সি / এস এস সি পরীক্ষা কেন্দ্র স্থাপন বিষয়ে মতামত প্রদান

৭ (সাত) কার্যদিবস

১। স্কুলের প্যাডে প্রধান শিক্ষক/শিক্ষিকার আবেদন



বিনামূল্যে

১৯

প্রাথমিক বিদ্যালয়ের বনভোজনে গমনে অনুমতি প্রদান

০২(দুই) কার্যদিবস

১। স্কুলের প্যাডে প্রধান শিক্ষক/শিক্ষিকার আবেদন



বিনামূল্যে

২০

একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ অনুমোদন

০১ (এক) কার্যদিবস

১। আবেদনকারীর ছবি-১ কপি

২। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি-১ কপি

৩। সমিতি ব্যবস্থাপনা কমিটির কার্যবিবরণী

সংশ্লিষ্ট সমিতির কার্যালয়

বিনামূল্যে

২১

ওয়াজ-মাহফিলে অনুমতি প্রদান

০১ (এক) কার্যদিবস

সাদা কাগজে আবেদন


বিনামূল্যে

২২

বীর মুক্তিযোদ্ধার প্রথম সম্মানী ভাতা প্রদান

১৫ (পনের) কার্যদিবস

১। আবেদনকারীর ছবি-১ কপি

২। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের ফটোকপি-১ কপি


বিনামূল্যে

২৩

যাত্রা/মেলা/সার্কাস/ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রেরণ

০৭ (সাত) কার্যদিবস

আবেদন পাওয়া সাপেক্ষে


বিনামূল্যে

২৪

সিনেমা/ পেট্রোলপাম্প স্থাপন/ইটের ভাটা স্থাপন সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রেরণ

৩০ (ত্রিশ) কার্যদিবস


আবেদন পাওয়া সাপেক্ষে



বিনামূল্যে

২৫

যুব ঋণ অনুমোদন ও বিতরণ

২ (দুই) কার্যদিবস

উপজেলা যুব উন্নয়ন অফিসার থেকে প্রাপ্ত নথি-যাতে থাকবে

১। আবেদনপত্র

২। বন্ধকী জমির মালিকানার স্বপক্ষে খতিয়ানের কপি/দলিল/দাখিলা

৩। যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণের সনদপত্র

৪। আবেদনকারীর ছবি-১ কপি

৫। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৬। অনুমোদিত ঋণের ৫% সঞ্চয় জমা

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর

বিনামূল্যে

২৬

জেলা থেকে প্রাপ্ত সার ডিলারদের মাঝে উপ-বরাদ্দ প্রদান

৩ (তিন) কার্যদিবস

উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব (উপজেলা কৃষি অফিসার) এর নিকট থেকে নথি- যাতে থাকবে

১। আগমনী বার্র্তা

২। চালানপত্র


বিনামূল্যে




                                                                                                                                                                                             ( মোহাম্মদ হুমায়ন রশিদ )

                                                                                                                                                                                                                                                                                             উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                                                                                                                                                                                                                  ফেনী সদর,ফেনী