Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাগলা মিঞাঁর মাজার
স্থান

তাকিয়া রোড় ফেনী 

কিভাবে যাওয়া যায়

১) ফেনী রেলওয়ে ষ্টেশন হতে সিএনজি অটোরিক্সা যোগে দর্শনীয় স্থানে যাওয়া যায় (ভাড়া-৫০= টাকা), রিক্সা যোগেও যাওয়া যায় ( ভাড়া-১৫/= টাকা) ২)ফেনী জিরো পয়েন্ট হতে রিক্সা যোগে যাওয়া যায় ( ভাড়া-১০/= টাকা)

যোগাযোগ

0

বিস্তারিত

দরবেশ পাগলা মিঞাঁর প্রকৃত নাম ছিল সৈয়দ আমীর উদ্দিন(রঃ) । ১৮২৩ সালে ফাযিলপুর ছনুয়া গ্রামে তাঁর জন্ম  হয় এবং১৮৮৭ সালেমাত্র৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন । প্রতি বছর ফাল্গুন মাসের প্রথমবৃহস্পতিবারে  (তাঁর  জন্মদিনে)  তাঁর  মাজারে ওরশ  হয় । সেখানে জাতি ধর্মনির্বিশেষে হাজার হাজার লোক  সমবেত হয় । তিনি আধুনিক ফেনী জনপদের  মানুষেরজীবন ও জীবিকার ওপরঅপরিসীম প্রভাব রেখে গেছেন । তাঁর  আধ্যাত্নিক শক্তি সম্পর্কে  ফেনী  অঞ্চলে বহু জনশ্রুতি প্রচলিত রয়েছে ।  এখনো প্রতিদিন তাঁর মাজারে মানুষ দলে  দলে ফাতেহা পাঠ করে,জেয়ারত করে এবং ‘‘মানত’’করে ।