বিজয় সিংহ দীঘিঃ
বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি এ বিজয় সিংহ দীঘি । এ দীঘি ফেনী শহরের প্রায় ২ কিঃমিঃ পশ্চিমেবিজয় সিংহ গ্রামেফেনী সার্কিট হাউজের সামনে অবস্থিত। এ দীঘির আয়তন ৩৭.৫৭ একর। অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এ দিঘীর চৌপাড় খুব উঁচু ও বৃক্ষশোভিত ।১৯৯৫ সালেফেনীর প্রাক্তন জেলা প্রশাসক জনাব এ,এইচ,এম নূরুল ইসলাম প্রচুর বৃক্ষচারা রোপন করে বর্তমান এ পরিবেশের সৃষ্টি করেন ।ফেনীর ঐতিহ্যবাহী দিঘীর মধ্যেবিজয় সিংহ দীঘিঅন্যতম । এ দিঘী দেখার জন্য জেলার এবং দেশের বিভিন্ন স্থান থেকেপ্রতিনিয়তদর্শনার্থীরা আসে ।
দূরত্বঃ১) ফেনী ট্রাংক রোড জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার পশ্চিমে ।
যাবার উপায়ঃ
১) ট্রাংক রোড জিরো পয়েন্ট কিংম্বা রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে যাওয়া যায় (ভাড়া-৫০.০০টাকা)
২) রিক্সা যোগে মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে দক্ষিণ- পশ্চিম দিকে সার্কিট হাউজ রোড দিয়ে যেতে হবে, (ভাড়া ১৫.০০ টাকা ) ।
আবাসন ব্যবস্থাঃ
১)ফেনীসার্কিট হাউস(দর্শনীয় স্থান সংলগ্ন)
২)জেলা পরিষদ ডাক বাংলো (দর্শনীয় স্থান হতে ৩ কিলোমিটার দূরে মিজান রোডে অবস্থিত, রিক্সাবাসিএনজি অটো রিক্সা যোগে আসা -যাওয়া করা যায়)।
৩) এলজিইডি রেস্ট হাউস(দর্শনীয় স্থান হতে 0৪ কিলোমিটার দূরে ফেনী কুমিল্লা রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)।
৪) পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস(দর্শনীয় স্থান হতে ২ কিলোমিটার দূরে এস,এস,কে রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি অটোরিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)।
৫) পল্লী বিদ্যু সমিতির রেস্ট হাউস,মহিপাল মোড় হতেপ্রায় ১.৫ কি:মি: দক্ষিণেহাইওয়ের পাশেঅবস্থিত।(দর্শনীয় স্থান হতে ৪ কিলোমিটার দূরে ফেনী কুমিল্লা রোডের পাশে অবস্থিত, রিক্সা বা সিএনজি
অটো রিক্সা যোগে আসা- যাওয়া করা যায়)।
৬) হোটেল মিড নাইট,জহিরিয়া মসজিদ মার্কেট,এস,এস,কে রোড আলাপনিঃ ০৩৩১-৬২২২৩ /০১৭৩৩-৫৮৫৯৫৬ (দর্শনীয় স্থান হতে ২ কিলোমিটার দূরে এস,এস,কে রোডের পাশে অবস্থিত,
রিক্সা বা সিএনজি অটো রিক্সা যোগে আসা -যাওয়া করা যায়)।
৭) হোটেল গাজী ইন্টরন্যাশনাল,এস,এস,কে রোড,ফেনী , আলাপনিঃ ০৩৩১-৬২৪১৫/০১৭১১-১২৩৪৫৪/ ০১৭১৪-২৬৭৩০৫ (দর্শনীয় স্থান হতে ২ কিলোমিটার দূরে এস,এস,কেরোডের পাশে
অবস্থিত, রিক্সা বা সিএনজি অটোরিক্সা যোগে আসা-যাওয়া করা যায়)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস