উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধিত্ব করে। সরকারী নীতিমালা বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রমের তদারক ও সমন্নয়, আইন-শৃংখলা নিয়ন্ত্রণ,জরুরী দূর্যোগ মোকাবেলা,পাবলিক পরীক্ষা পরিচালনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন,শিক্ষার মানোন্নয়ন,দারিদ্র্য নিরসণসহ বিভিন্ন আইন ও বিধি দ্বারা অর্পিত দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসার সম্পাদন করেন।
একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত । ২২৬.২৯ বর্গ কিলোমিটার আয়তনের ফেনী সদর উপজেলা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই উপজেলার মধ্য দিয়ে যাওয়ায় অর্থনীতিতে গুরত্ব অনেক।