শিক্ষার হার, আর্থিক স্বচ্ছলতার দিক থেকে ফেনী সদর উপজেলা সমগ্রদেশেই একটি অগ্রসর উপজেলা হিসেবে বিবেচনার দাবি রাখে। তবু এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। সীমিত সম্পদ আর বিপুল চাহিদার মেল বন্ধন তৈরি করা সহজ নয়। তবু এগিয়ে যেতে হয়। এমনি একটি প্রচেষ্টার নাম সততা স্টোর।
শিশুরা যাতে ছোট বেলা থেকেই সততার অনুশীলন করতে পারে সেজন্য সদর উপজেলার সকল স্কুলে পর্যায়ক্রমে 'সততা স্টোর' প্রতিষ্ঠা করা হবে।এরই ধারাবাহিতায় বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ' সততা স্টোর' উদ্বোধন করেন ফেনী সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুন। এর পাশাপাশি ছিল 'মিড ডে মিল' কার্যক্রম ও মা সমাবেশ। মা সমাবেশে মায়েদের সরব উপস্থিতি ছিল, যা অত্যন্ত আশাপ্রদ।
এরপর বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম প্রত্যক্ষ করি। মাল্টিমিডিয়া ক্লাস উপভোগ করি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ ইউসুফ, উভয় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বাবু শুসেন চন্দ্র শীল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য সুধীজন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস